bangla news

বন্ধুকে হারিয়ে শোকাহত অনুপম খের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-৩০ ৫:২৮:৫৭ পিএম
দীপক দাবেরের সঙ্গে অনুপম খের

দীপক দাবেরের সঙ্গে অনুপম খের

চলে গেলেন গুজরাটি অভিনেতা ও মঞ্চকর্মী দীপক দাবের। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার জীবনাবসান হয়েছে।

তার মৃত্যুর খবরটি জানিয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ও দীপক দাবেরের বন্ধু অনুপম খের। 

টুইটারে তিনি লেখেন, আমার বন্ধু ও মঞ্চ অভিনেতা দীপক দাবেরের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিউইয়র্কে তার মৃত্যু হয়েছে। তিনি সংস্কৃতিমনা, বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ ছিলেন। তার চলে যাওয়া কিছুতেই বিশ্বাস করতে পারছি না। 

দীপক দাবের মৃত্যুতে শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিত সিং সাধু। তিনি টুইটারে লেখেন,  দীপক দাবের মৃত্যুর বিষয়টি জানতে পেরে অত্যন্ত দুঃখিত পেয়েছি। তিনি নিউইয়র্কের একজন সুপরিচিত অভিনেতা এবং  এখানকার ভারতীয় সাংস্কৃতিক জীবনের স্তম্ভ। সবার ওনাকে মনে পড়বে। তার আত্মার শান্তিতে কামনা করছি। 

১৯৯৮ সালের গুজরাটি সিনেমা ‘নানো দিয়ারিয়ও লাড়কো’তে অভিনয় করে দীপক দাবের পরিচিতি পান। এরপর বহু গুজরাটি সিনেমায় কাজ করেছেন তিনি। এছাড়া টেলিভিশন শো’তেও তাকে অভিনয় করতে দেখা গেছে। 

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-30 17:28:57