bangla news

বাবার মৃত্যুর ১০ দিন পর মাকেও হারালেন পিয়াল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-২৮ ৬:০৩:৫৩ পিএম
অভিনেতা মাহাদী হাসান পিয়াল। ছবি: সংগৃহীত

অভিনেতা মাহাদী হাসান পিয়াল। ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাস একে একে অনেক প্রিয়জনের প্রাণই কেড়ে নিচ্ছে। অভিনেতা মাহাদী হাসান পিয়ালের বাবা দিন দশেক আগেই মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। বাবার মৃত্যুর ঠিক দশদিন পরই চলে গেলেন পিয়ালের মাও। করোনায় বাবা-মাকে হারিয়ে শোকে স্থবির হয়ে পড়েছেন অভিনেতা পিয়াল।

শনিবার (২৭ জুন) সকালে করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা মাহাদী হাসান পিয়ালের মা মারা যান। এর ঠিক ১০ দিন আগে করোনা কেড়ে নেয় তার বাবাকেও। মা–বাবার সংস্পর্শেই ছিলেন তিনি। তবে পিয়াল ও তার বোন দুজনের শরীরে করোনার উপসর্গ কিছুটা দেখা দিলেও তারা করোনা নেগেটিভ বলে জানা গেছে। 

শোকাহত অভিনেতা পিয়াল গণমাধ্যমকে জানিয়েছেন, মূলত নিউমোনিয়ার কারণেই তার মায়ের মৃত্যু ঘটে। এই ধকলটা তার মা সহ্য করতে পারেননি। হাসপাতালে ভর্তি করার পর থেকেই বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন তার মা। পরে শনিবার সকাল পৌনে দশটার দিকে মার যান তিনি। 

সকলের কাছে তার মা–বাবার জন্য দোয়া চেয়েছেন অভিনেতা মাহাদী হাসান পিয়াল। 

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   টেলিভিশন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-28 18:03:53