bangla news

দক্ষিণ কোরিয়ার পপস্টার ইয়োহানের জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৪:১৫:২৭ পিএম
কিম জুন-হাওয়ান ইয়োহান

কিম জুন-হাওয়ান ইয়োহান

মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করলেন দক্ষিণ কোরিয়ান পপস্টার কিম জং-হওয়ান। সবার কাছে তিনি ইয়োহান নামে পরিচিত। মঙ্গলবার (১৬ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ সংগীতশিল্পী।

কেজে মিউজিক এন্টারটেইনমেন্টের এক আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে তার মৃত্যুর খবর প্রকাশ করেছে দ্য কোরিয়া টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, ২৮ বছর বয়সী পপস্টার ইয়োহানের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ইয়োহানের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সেখানে তাকে সমাহিত করা হবে। 

ব্যান্ড দল এনওএম-এর সদস্য ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে ২০১৭ সালে তিনি টিএসটি’তে যুক্ত হন। গত জানুয়ারিতে তার সর্বশেষ অ্যালবাম ‘কাউন্ট ডাউন’ প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ১৭, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 16:15:27