ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

তাদের কণ্ঠে করোনাকালীন গান ‘যখন যুদ্ধে আছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ২, ২০২০
তাদের কণ্ঠে করোনাকালীন গান ‘যখন যুদ্ধে আছি’

চলমান করোনায় চরম উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যেই সময়কাল পার করছেন সারা বিশ্বের মানুষ। ঘরবন্দি হয়ে চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সঙ্গে অভ্যস্থ হচ্ছে সবাই। অনেকেই হারাচ্ছেন প্রিয় মানুষ-স্বজনকে। 

চারিদিকে কেমন যেন এক শোকের ছায়া বিরাজ করছে আর এর মধ্যেই মানুষের বেঁচে থাকার আকুতি। আর এই যুদ্ধ একা নয়, বিভিন্নভাবে একে অপরের পাশে দাঁড়িয়েই করতে হচ্ছে।

সেই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক আয়োজন করেছে কণ্ঠশিল্পী মাহাদী, এলিটা করিম, পড়শী ও মাহাতিম শাকিব’র যৌথ গান ‘যখন যুদ্ধে আছি’।

করোনা সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল। সুর করেছেন শাহবাজ খান পিলু এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

খুব শিগগিরই গানটি প্রকাশিত হতে যাচ্ছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রকাশিত হবে বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসপ্সলোতে।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুন ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।