ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

করোনাকালে উপভোগ করার মতো সেরা কিছু হরর-জম্বি সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ১৮, ২০২০
করোনাকালে উপভোগ করার মতো সেরা কিছু হরর-জম্বি সিনেমা ‘ট্রেন টু বুসান’ সিনেমার একটি দৃশ্য

সিনেপ্রেমীদের মধ্যে হরর সিনেমা পছন্দ করেন না এমন দর্শক কমই আছে। কিন্তু ভালোমানের সিনেমা না হলে হরর সিনেমাও বিরক্তিকর লাগে। তবে বিশ্বকাঁপানো রোমহর্ষক হরর সিনেমার তালিকা বেশ বড়। আর তার মধ্যে বিশেষ জায়গা জুড়ে আছে জম্বি তথা মানুষখেকোদের কাহিনি।

করোনাকালের অবসরে উপভোগ করার মতো সেরা কিছু জম্বি সিনেমার এক ঝলক দেখে নেওয়া যাক। আর এই তালিকায় থাকছে হলিউড ও কোরিয়ান কিছু সিনেমা।

১। ট্রেন টু বুসান (২০১৬)

২। শন অ দ্য ডেড (২০০৪)

৩। কারগো (২০১৮)

৪। ২৮ ডেস লেটার (২০০২)

৫। নাইট অব দ্য লিভিং ডেড (১৯৯০)

৬। জম্বিল্যান্ড (২০১৯)

৭। ডন অব দ্য ডেড (২০০৪)

৮। ওয়ার্ল্ড ওয়ার জেড (২০১৩)

৯। আই অ্যাম লিজেন্ড (২০০৭)

১০। প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যান্ড জম্বিস (২০১৬)

১১। ফিয়ার দ্য ওয়াকিং ডেড (২০১৬)

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।