bangla news

কণিকার পর আরেক বলিউড তারকা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৬ ৩:৪৯:২৪ পিএম
শাজা মোরানি

শাজা মোরানি

করোনার ছোবল পড়েছে বলিউডেও। গত মাসে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গায়িকা কণিকা কাপুর হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত প্রথম বলিউড তারকা। এবার তার পর ভাইরাসটিতে আক্রান্ত হলেন আরেক তারকা শাজা মোরানি।

সম্প্রতি শাজার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। বর্তমানে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রয়েছেন এই অভিনেত্রী। তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রযোজক করিম মোরানির মেয়ে। বর্তমানে তাদের পুরো পরিবার জুহুর বাড়িতে গৃহবন্দি। আগামীকাল সবার করোনা পরীক্ষা হবার কথা রয়েছে।

শাজাকে নিয়ে তার বাবা বলেন, আমার মেয়ে সাজা কোনও বিদেশির সঙ্গে মেশেনি। তার শরীরে কোভিড-১৯ এর কোনও উপসর্গ ছিল না। ভারতের নাগরিক অনুসারে আমার দায়িত্ব সকলকে জানানো যে আমরা সাজাকে নানাবতী হাসপাতালে ভর্তি করেছি।

শাজা বেশ কিছুদিন ধরে অস্ট্রেলিয়ায় ছিলেন। ভারতে লকডাউন শুরু হওয়ার আগে সেখান থেকে তিনি নিজ দেশে ফেরেন। এতদিন তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। 

সাজা ‘দিলওয়ালে’, ‘ধাম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-06 15:49:24