bangla news

এক লাখ দিনমজুরকে রেশন দিচ্ছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৫ ৯:৫৩:৪৬ পিএম
অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

ভারতজুড়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর। ইতোপূর্বে বলিউড সংশ্লিষ্ট আড়াই দিনভিত্তিক কর্মীর দায়িত্ব নিয়েছেন সালমান খান। শাহরুখ খানও বড় রকমের একগুচ্ছ সহযোগিতা ঘোষণা করেছেন। এবার দিনমজুরদের পাশে দাঁড়ালেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।

একের পর এক বলিউড তারকা এগিয়ে আসছেন লকডাউনে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে। অনেক তারকাই প্রধানমন্ত্রীর করোনা তহবিল পিএম-কেয়ারস-এ দান করেছেন। অনেকে দিয়েছেন রাজ্য সরকারের তহবিলে। প্রিয়াঙ্কা চোপড়া বা কারিনা-সাইফ দম্পতির মতো অনেকে আবার বেসরকারি সংস্থাকেও সহায়তা দিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ অঙ্কটা হলো অক্ষয় কুমারের ২৫ কোটি রুপি দান। 

বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খানের পর এবার বড় ধরণের সহায়তার ঘোষণা দিলেন বিগ বি। এক লাখ দিনমজুরকে রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

রবিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে সনি পিকচার্স নেটওয়ার্কস জানায়, আমরা যে অনাকাঙ্ক্ষীত অবস্থার মধ্যে পরেছি সে অবস্থায় বিশেষ উদ্যোগ নিয়েছেন অমিতাভ বচ্চন। ‘উই আর ওয়ান’ প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের ১,০০,০০০ ঘরে মাসিক রেশন বিতরণ করা হবে। অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন থেকে সারাদেশের সকল কর্মীর নামের তালিকা নেওয়া হয়েছে। এছাড়া যাদের জরুরি প্রয়োজন তাদের আর্থিক সহায়তাও করা হবে। 

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-05 21:53:46