ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রফিক সাদীর কণ্ঠে ‘জাতির পিতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
রফিক সাদীর কণ্ঠে ‘জাতির পিতা’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে একটি প্রকাশ করেছেন সংগীতশিল্পী রফিক সাদী। গানের শিরোনাম ‘জাতির পিতা’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে।

কণ্ঠের তোলার পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। র-স্টুডিওর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

এ গানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়েছেন শাহ নিপুণ সিরাজী, দুর্জয় ফেরদৌস ও রাকিব হোসেন।

কিছু দিন আগেই ঢাকার কয়েকটি লোকেশনে ‘জাতির পিতা’র মিউজিক ভিডিওর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন অনিকেত রেজা।

এ গান প্রসঙ্গে রফিক সাদী বলেন, আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মৌলিক ও ভিন্ন স্বাদের অনুভূতি জোগাবে। বর্তমান প্রজন্মের কথা চিন্তা করে গানটি করেছি। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি গানটির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি, এ গানটি শুধু বাংলাদেশই নয়, বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবেন।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।