bangla news

চলে গেলেন বলিউড অভিনেতা ইমতিয়াজ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-১৭ ৪:৫৪:৫৭ পিএম
ভাই আমজাদ খানের সঙ্গে ইমতিয়াজ খান

ভাই আমজাদ খানের সঙ্গে ইমতিয়াজ খান

বলিউড অভিনেতা ও নির্মাতা ইমতিয়াজ খান (৭৮) মারা গেছেন। রোববার (১৫ মার্চ) ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পায় মঙ্গলবার (১৭ মার্চ)।

ইমতিয়াজ খান 'শোলে'খ্যাত প্রখ্যাত প্রয়াত বলিউড অভিনেতা আমজাদ খানের ভাই। তার স্ত্রী কৃতিকা দেশাই ভারতীয় টেলিভিশনের প্রথম সারির একজন সফল অভিনেত্রী।

ইমতিয়াজ খানের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন অভিনেতা জাভেদ জাফরি। ‘গ্যাঙ’ সিনেমায় তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি ইমতিয়াজ খান একজন ভাল মানুষ ছিলেন বলেও মন্তব্য করেন জাফরি। 

‘ইয়াদো কী বারাত’, ‘চোর পুলিস’, ‘হালচাল’, ‘প্যায়ার দোস্ত’ ও ‘নূর জাহান’র মতো  বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন ইমতিয়াজ খান। পেয়েছেন প্রশংসাও।

স্ত্রী কৃতিকা দেশাই ছাড়াও ইমতিয়াজ খান একমাত্র মেয়ে আয়েশা খান ও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-03-17 16:54:57