ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বিস্ময়কর ‘কনটাজিয়ন’: করোনা ভাইরাসের গল্পে ৯ বছর আগের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বিস্ময়কর ‘কনটাজিয়ন’: করোনা ভাইরাসের গল্পে ৯ বছর আগের সিনেমা

বিশ্বজুড়ে সিনেপ্রেমীরা আরেকবার পেছনে ফিরে বিস্ময়ের চোখে দেখছেন নয় বছর আগের একটি সিনেমা ‘কনটাজিওন’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের এই ডিজাস্টার থ্রিলারে অবিশ্বাস্যভাবে দেখানো হয়, ঠিক করোনা ভাইরাসের মতোই সংক্রামক এক ভাইরাস বিশ্বব্যাপী কীভাবে মহামারী সৃষ্টি করতে পারে।

হঠাৎ করেই জনপ্রিয়তা বেড়ে গেছে ‘কনটাজিওন’র। তার কারণ করোনা ভাইরাস।

বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাস যেভাবে সংক্রমিত হয়ে মহামারী সৃষ্টি করছে, এই সিনেমাতেও ঠিক একই রকম গল্প দেখানো হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার নয় বছর আগে কীভাবে একই রকম কাহিনিতে ‘কনটাজিওন’ নির্মিত হয়েছিল, সেটা ভেবেই বিস্মিত হচ্ছেন দর্শকরা।  

স্টিভেন সোডারবার্গ পরিচালিত ওই সিনেমাটির চিত্রনাট্যকার ছিলেন স্কট জেড বার্নস। সত্যিই তাদের কল্পনাশক্তিতে মুগ্ধ না হয়ে উপায় নেই।

সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেন। তাদের মধ্যে রয়েছেন ম্যারিয়ন কটিলার্ড, ম্যাট ড্যামন, লরেন্স ফিশবার্ন, জুড ল, গুইনেথ প্যালট্রো এবং কেট উইন্সলেট।

নয় বছর পর এখন যারা সিনেমাটি দেখছেন তারা বিস্ময়ে অভিভূত হচ্ছেন। সিনেমার কাহিনি আর বর্তমানের বাস্তবতা একদম অস্বাভাবিক সমান্তরালভাবে এগিয়ে গেছে।  

‘কনটাজিয়ন’ সিনেমায় দেখা যায়, একটি ভয়াবহ ভাইরাস দ্রুতগতিতে মানুষের স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরো বিস্ময়ের ব্যাপার হলো, সেই ভাইরাসটিও চীন থেকেই প্রথম সংক্রমিত হওয়া শুরু করে। তারপর তা ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া, আমেরিকার বিভিন্ন দেশে। সেই দেশগুলোর তালিকাতেও অনেকটাই মিল দেখা গেছে। ভাইরাস সংক্রমিত হওয়ার পর মানুষের মৃত্যু ছিল অবধারিত। কোনো চিকিৎসা ছিল না, পর্যাপ্ত প্রস্তুতি ও ব্যবস্থাও ছিল না দেশগুলোতে। অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। তারপর একসময় বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আবিষ্কৃত হয় ভ্যাকসিন। এই ভাইরাসটির হাত থেকে রক্ষা পায় পৃথিবী। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। আবারও এক বাদুড় থেকে শূকর, শূকর থেকে মানুষে ছড়িয়ে পড়ে নতুন ভাইরাস।

‘কনটাজিয়ন’ মুক্তির পর থেকেই প্রশংসা কুড়িয়েছে সমালোচক ও দর্শক সবার কাছ থেকেই। ৬০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি আয় করেছিল ১৩৬ মিলিয়ন ডলারেরও বেশি। আর এতদিন পর আবারও মানুষ অনলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন এই বিস্ময়কর সিনেমাটি আরেকবার দেখার জন্য।

দেখুন ‘কনটাজিয়ন’ (২০১১) ট্রেলার:

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।