ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘শাহেনশাহ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘শাহেনশাহ’

বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে মুক্তি পেল ‘শাহেনশাহ’।  শুক্রবার (৬ মার্চ) দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে।

শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত।

‘শাহেনশাহ’র মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেল। বেশ ভালো লাগছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ‘শাহেনশাহ’ করতে দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখন দর্শক সিনেমাটি পছন্দ করলেই আনন্দিত হব।  

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

প্রথমে গত বছরের মার্চে ‘শাহেনশাহ’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। এরপর আরও বেশ কয়েকবার মুক্তির ঘোষণা আসে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পেল এক বছর পর শুক্রবার।

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ‘শাহেনশাহ’র মহরত অনুষ্ঠিত হয়। এরপর ওই বছরই শেষ হয় সিনেমাটির কাজ।  

‘শাহেনশাহ’র আগে শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘বীর’। এটি ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে। আর নুসরাত ফারিয়াকে সর্বশেষ ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজিত সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’তে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।