bangla news

প্রেক্ষাগৃহে আসছে তিশা-পরমব্রতের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৫ ৭:৫৩:২৬ পিএম
তিশা-পরমব্রত

তিশা-পরমব্রত

২০১৭ সালে শুটিং শুরু হয়েছিল নুসরাত ইমরোজ তিশা ও পরমব্রত চট্রোপাধ্যায় অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা ‘হলুদবনি’।

তিন বছর পর সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। আগামী ৬ মার্চ ঢাকার দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারতের এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

সিনেমাটি বানানো হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন- বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। এটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায় চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

তিনটি চরিত্রে সম্পর্ক এবং সেই সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে ‘হলুদবনি’তে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট। 

আগামী ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-25 19:53:26