bangla news

দেশের দুই প্রেক্ষাগৃহে জয়া-প্রসেনজিতের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২১ ৪:৪৬:১৯ পিএম
জয়া-প্রসেনজিৎ

জয়া-প্রসেনজিৎ

জয়া আহসান ও প্রসেনজিৎ জুটির প্রথম সিনেমা ‘রবিবার’। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি পশ্চিবঙ্গে মুক্তি পেয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পেয়েছে বাংলাদেশে। তবে প্রথম ধাপে মাত্র দুটি প্রেক্ষাগৃহে (শেরপুর ও কক্সবাজার) মুক্তি দেওয়া হয়েছে ‘রবিবার’। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। 

প্রথম পর্যায়ে মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বেশ কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শকরা দেখতে পারবেন বলে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন।

এ সিনেমায় প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়ার চরিত্রের নাম সায়নী। এটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-21 16:46:19