bangla news

শাহরুখের সিনেমায় ৮ কোটি রুপি পারিশ্রমিক চান কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৭ ৯:০৪:৩১ পিএম
শাহরুখ খান ও কারিনা কাপুর খান

শাহরুখ খান ও কারিনা কাপুর খান

২০১৮ সালের ‘জিরো’র পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের আর কোনো সিনেমা মুক্তি পায়নি। পরপর বেশ কয়েকটি সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার কারণেই নতুন কাজ শুরু করা থেকে বিরতিতে ছিলেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছে। সব ঠিক থাকলে এটি দিয়েই ফিরবেন বলিউড ‘বাদশা’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে করিনা কাপুর খানকে। অবাক করা বিষয় হচ্ছে, সিনেমাটির জন্য কারিনা নাকি ৮ কোটি রূপির বিশাল পারিশ্রমিক হাঁকছেন!

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারিনার পারিশ্রমিকের বিষয়ে নির্মাতারা এখনো সিদ্ধান্ত নেননি। যদি সব ঠিক থাকে তাহলে শাহরুখ-কারিনা জুটিকে দর্শক পর্দায় দেখতে পারবেন খুব শীঘ্রই।

২০১৮ সালে হিরানি পরিচালিত ‘সঞ্জু’ বক্স অফিসে ঝড় তুলে। তবে শাহরুখের মতো তিনিও নতুন প্রজেক্ট শুরু করতে বেশ সময় নিলেন।

এদিকে ইরফান খানের বিপরীতে কারিনা অভিনয় করেছেন ‘আংরেজ়ি মিডিয়াম’ সিনেমায়। এটি আগামী ২০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। তার সর্বশেষ সিনেমা ‘গুড নিউজ়’ গত বছর মুক্তি পায়। এটি বক্স অফিসে রাজত্ব করে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-17 21:04:31