ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ী হলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বিজয়ী হলেন যারা

ভারতীয় চলচ্চিত্রের ‘অস্কার’ বলা হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসকে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জাকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হলো আসামের গুয়াহাটিতে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনের পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন জমকালো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৫তম আয়োজন। করণ জোহর ও ভিকি কৌশলের উপস্থাপনায় অনুষ্ঠানটি কালার্স টিভির পর্দায় দেখা যাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

 এছাড়া ফিল্মফেয়ারের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজেও এই তারকাখচিত আয়োজন দেখতে পাবেন দর্শকরা।

তবে কারা পাচ্ছেন সেরার পুরস্কার? কোনটি হচ্ছে সেরা সিনেমা? ইত্যাদি অনেক কিছু জানতেই সিনেমাপ্রেমীদের আর তর সইছে না। তাই আগেভাগেই জেনে নেওয়া যাক কোন বিভাগে কে জিতলেন এবার ফিল্মফেয়ারে সেরার পুরস্কার।  

সেরা অভিনেত্রী (সমালোচক): ভূমি পেড়নেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)
সেরা অভিনেতা (সমালোচক): আযুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)
সেরা চলচ্চিত্র (সমালোচক): ‘আর্টিক্যাল ১৫’ এবং ‘সোনচিড়িয়া’

সেরা অভিনেত্রী (সমালোচক): ভূমি পেড়নেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)

সেরা চলচ্চিত্র: গালি বয়

সেরা পরিচালক: জোয়া আখতার (গালি বয়)

সেরা অভিনেতা: রণবীর সিং (গালি বয়)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গালি বয়)

সেরা পার্শ্বঅভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী (গালি বয়)

সেরা পার্শ্বঅভিনেত্রী: অমৃতা সুভাষ (গালি বয়)

রণবীর কাপুর, অরিজিৎ সিং ও বরুণ ধাওয়ান

সেরা মৌলিক গল্প: অনুভব সিনহা ও গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)

সেরা সংলাপ: বিজয় মৌর্য (গালি বয়)

সেরা নবাগত পরিচালক: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

সেরা নবাগত অভিনেতা: অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)

সেরা নবাগত অভিনেত্রী: অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)

উৎসবে উপস্থিত মাধুরী দীক্ষিত ও অনন্যা পাণ্ডে

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (ওয়ার)

সেরা লিরিক্স: ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গালি বয়)

সেরা মিউজিক অ্যালবাম: ‘গালি বয়’ এবং ‘কবির সিং’

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গালি বয়)

সেরা অ্যাকশন: পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)

সেরা কোরিওগ্রাফার: রেমো ডিসুজা (কলঙ্ক)

সেরা সিনেমাটোগ্রাফি: জয় ওজা (গালি বয়)

সেরা এডিটিং: শিবকুমার (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

আরডি বর্মণ আগামী সংগীত প্রতিভা: শাশ্বত সচদেব (উরি)

আজীবন সম্মাননা: রমেশ সিপ্পি

সিনেমায় উৎকর্ষতা: গোবিন্দ

বাণী কাপুর ও পূজা হেগড়ের সঙ্গে মনীষ মালহোত্রা

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।