bangla news

অক্ষয়ের ‘বাপ রে বাপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৪ ৭:১২:৪২ পিএম
অক্ষয়ের নতুন কমেডি আসছে ‘বাপ রে বাপ’

অক্ষয়ের নতুন কমেডি আসছে ‘বাপ রে বাপ’

আবারও কমেডি সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আর অক্ষয়ের কমেডি মানেই পরম বিনোদনের অফুরন্ত উৎস এবং নিশ্চিত ব্যবসায়িক সাফল্য। গত বছরে বলিউডের সর্বোচ্চ সংখ্যক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতা থাকছে চলতি বছরেও।

অক্ষয় কুমার মানেই সব সময় নতুন কিছু। ভক্তদের জন্য অভিনয়ে নতুন চমক আনা অক্ষয়ের স্বভাব। আর একারণেই বলিউডে খানদের রাজত্বকে পাশ কাটিয়ে সাফল্যের শীর্ষে অবস্থান করছেন তিনি।

এখন অক্ষয় কাজ করছেন রোহিত শেঠির পুলিশি অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’তে। এর মধ্যেই নতুন সিনেমার খবর দিলেন ‘খিলাড়ি’। সিনেমার নাম ‘বাপ রে বাপ’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে অক্ষয় তার নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ছবিতে অক্ষয়কে একটি নয়, দু’টি নয়, তিনটি ভিন্ন রূপ দেখা যায়। প্রথম অক্ষয় সবার চেয়ে কনিষ্ঠ, এরপর আরেক রূপের অক্ষয় হলেন প্রথমজনের বাবা, তৃতীয় অক্ষয় হলেন প্রথম অক্ষয়ের দাদু। এই তিন পুরুষ দাঁড়িয়ে আছেন একটি মুদি দোকানের সামনে। 

ফার্স্ট লুকের সঙ্গে অক্ষয় লেখেন, ‘একের চেয়ে দুই ভালো, দুইয়ের চেয়ে ভালো তিন। বাপ রে বাপ!’ এরপর তিনি লেখেন, ‘একটি মসলাদার বিনোদনমূলক সিনেমা আসছে আপনাদের জন্য। সতর্ক থাকুন! বাপ রে বাপ!’

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-14 19:12:42