bangla news

মিথিলার সঙ্গে ‘আমার আমি-আমার স্বামী’তে সৃজিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-০৯ ৪:২৯:০২ পিএম
মিথিলার সঙ্গে স্বামী সৃজিত

মিথিলার সঙ্গে স্বামী সৃজিত

গত বছর সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রেম-বিয়ে নিয়ে তারা বারবার এসেছেন খবরের শিরোনামে। তবে দেশের টিভি পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।

বর্তমানে স্ত্রী মিথিলার সঙ্গে বাংলাদেশে অবস্থান করছেন সৃজিত। সম্প্রতি তারা অংশ নিয়েছেন একটি টেলিভিশন অনুষ্ঠানে। যেখানে সৃজিতের সাক্ষাৎকার নিয়েছেন মিথিলা। দু’জনই তাদের প্রেম-বিয়ে নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন।

এবারই প্রথম স্ত্রী মিথিলার উপস্থাপনায় অতিথি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় এই নির্মাতা। অনুষ্ঠানের নাম ‘আমার আমি’। তবে বিশেষ এই পর্বের নাম রাখা হয়েছে ‘আমার আমি-আমার স্বামী’। বাংলাভিশনের স্টুডিওতে পর্বটির দৃশ্য-ধারণ সম্পন্ন হয়েছে। মিথিলা আগে থেকেই অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন। এবার হাজির হতে যাচ্ছেন স্বামীকে নিয়ে।

ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ এই পর্বটি ১৪ এপ্রিল বাংলাভিশনে প্রচার হবে।

গত ৬ ডিসেম্বর সৃজিতের দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের বাড়িতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তারা মধুচন্দ্রিমায় উড়াল দেন জেনেভায়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   টেলিভিশন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-09 16:29:02