bangla news

বঙ্গবন্ধুকে নিয়ে ঐশীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৬ ৬:৩৬:৪০ পিএম
ফাতেমা-তুয-যাহরা ঐশী

ফাতেমা-তুয-যাহরা ঐশী

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিকের ‘মায়া দ্য লাস্ট মাদার’। সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে।

এবার তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে কবি নির্মলেন্দু গুণ ও কামাল চৌধুরীর কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করছেন প্রামাণ্যচিত্র ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’। সম্প্রতি এর ‘তুমি আমার পরম মিতা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ফাতেমা-তুয-যাহরা ঐশী।

সিনেমাটির দুটি গানের কথা লিখেছেন মাসুদ পথিক নিজেই। সুর করেছেন মুরাদ নূর। আর সংগীতায়োজনে মুশফিক লিটু।
মুরাদ নূর ও ঐশীএ প্রসঙ্গে পরিচালক মাসুদ পথিক বলেন, বঙ্গবন্ধু আমার রক্ত আর চেতনায় মিশে আছেন। খুব যত্নে গবেষণা করে নির্মাণ করব ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’।

তিনি আরও জানান, সম্প্রতি ঐশীর গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আরেকটি পুরুষ কণ্ঠের গানও শীঘ্রই রেকর্ড করা হবে।
 
ঐশী বলেন, এমন একটি বিশেষ কাজে আমাকে রাখায়, আমি সম্মানিত এবং গর্বিত। চমৎকার কথা সুরের সমন্বয়ে একটু রক-মেলো ধাঁচের গানটি গেয়ে বেশ আনন্দ পেয়েছি। 

জানা যায়, চলতি বছর মার্চে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘দ্য গ্রেট প্রিজনার বঙ্গবন্ধু’  মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
জেআইএম/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-16 18:36:40