ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ সপ্তাহের টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এ সপ্তাহের টপচার্ট

প্রতি সপ্তাহেই হলিউড ও বলিউডে নতুন নতুন সিনেমা বড় পর্দায় আসছে। বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা শুধু সিনেমা নয়, বিশ্বজুড়ে সাড়া সাজানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই বিশ্বসেরা সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপচার্ট:
১। স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার
২।

লিটল ওম্যান
৩। জুম্যানজি: দ্য নেক্সট লেভেল
৪। নাইভস আউট
৫। আনকাট জেমস

বিলবোর্ডের শীর্ষ দশ গান:
১। সার্কলস
২। মেমোরিস
৩। দ্য বক্স
৪। সামওয়ান ইউ লাভড
৫। রোক্সেন
৬। গুড অ্যাজ হেল
৭। ড্যান্স মাংকি
৮। হাইয়েস্ট ইন দ্য রুম
৯। ১০,০০০ আওয়ার্স
১০। লস ইউ টু লাভ মি


বলিউড টপ চার্ট:
১। গুড নিউজ
২। স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার
৩। দাবাং ৩
৪। মরদানি ২
৫। জুম্যানজি: দ্য নেক্সট লেভেল

বলিউডের সেরা দশ গান:
১। ধীমে ধীমে (পতি পত্নী অউর ওহ)
২। শয়তান কা সালা (হাউজফুল ৪)
৩। আখিয়োঁ সে গোলি মারে (পতি পত্নী অউর ওহ)
৪। সউদা খারা খারা (গুড নিউজ)
৫। মুন্না বদনাম হুয়া (দাবাং ৩)
৬। ডোন্ট বি শাই অ্যাগেইন (বালা)
৭। নাহ গোরিয়ে (বালা)
৮। চণ্ডিগড় মেঁ (গুড নিউজ)
৯। মাখনা (ড্রাইভ)
১০। ঘুঙ্ঘরু সং (ওয়ার)

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।