ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে অবন্তী সিঁথির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে অবন্তী সিঁথির গান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান করলেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে গানটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ ডি-স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম’ শিরোনামের গানটি লিখেছেন সুজন হাজং।

সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইউটিউবে গানটি প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া এটি আমার দ্বিতীয় গান। এই গানটির কথা, সুর ও সংগীত বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধু একটি চেতনার নাম, তাকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য আনন্দের ও ভীষণ গর্বের।

গীতিকবি সুজন হাজং বলেন,  অবন্তী সিঁথি খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

২০১২ সালের ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে ছিলেন অবন্তী সিঁথি। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালের ভারতীয় জি বাংলা টেলিভিশনের ‘সারেগামাপা’ অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad