bangla news

‘দাবাং ৩’ ও ‘সাহো’কে টপকালো ‘গুড নিউজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-০৩ ৯:৫৯:২৭ পিএম
অক্ষয়-কারিনার জন্য সিনেমাটি সত্যিই ‘গুড নিউজ’

অক্ষয়-কারিনার জন্য সিনেমাটি সত্যিই ‘গুড নিউজ’

অক্ষয় কুমারের জন্য ২০১৯ সাল ছিল রীতিমতো সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। এক বছরে তিনি পেয়েছেন চারটি সুপারহিট সিনেমা। বছর শেষে তিনি তার ক্যারিয়ারের মুকুটে অন্যতম সেরা একটি সোনার পালক যোগ করেছেন। এটা তার জীবনে চমৎকার একটি ‘গুড নিউজ’।

মুক্তির প্রথম সপ্তাহের আয়ের হিসেবে ২০১৯ সালে বলিউডের সেরা সুপারহিট সিনেমাগুলোর তালিকায় প্রভাসের ‘সাহো’ এবং সালমান খানের ‘দাবাং ৩’কে টপকে গেছেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয়ের ‘গুড নিউজ’।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের তালিকায় আছে:
১। ওয়ার (ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ) – ২০৩ কোটি রুপি
২। ভারত (সালমান খান, ক্যাটরিনা কাইফ ও অন্যান্য) – ১৫৬ কোটি রুপি
৩। হাউজফুল ৪ (অক্ষয় কুমার ও অন্যান্য) – ১৩৫ কোটি রুপি
৪। কবির সিং (শহীদ কাপুর, কিয়ারা আদবাণী) – ১৩৩ কোটি রুপি
৫। গুড নিউজ (অক্ষয় কুমার, কারিনা কাপুর ও অন্যান্য) – ১২৬ কোটি রুপি

দেখা যাচ্ছে সর্বোচ্চ আয়ের শীর্ষ পাঁচ সিনেমার মধ্যে দুটিই রয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা। এছাড়া অক্ষয়ের আরও দু’টি সুপারহিট সিনেমা রয়েছে গত বছরে। প্রথম সপ্তাহে এদের আয় ছিল ‘মিশন মঙ্গল’ (১১৫ কোটি রুপি) এবং ‘কেসরি’ (৯৭ কোটি রুপি)।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   বলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-01-03 21:59:27