bangla news

বছরের শুরুতে পদাতিকের ‘গহনযাত্রা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-০২ ১০:২৪:০৪ এএম
বছরের শুরুতে পদাতিকের ‘গহনযাত্রা’

বছরের শুরুতে পদাতিকের ‘গহনযাত্রা’

আলোচিত প্রযোজনা ‘গহনযাত্রা’ দিয়ে নতুন বছরের শুরু করতে যাচ্ছে নাট্যদল পদাতিক নাট্য সংসদ।  

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এই নাটক। এটি পদাতিকের ৩৯তম প্রযোজনা। রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা।

এর গল্পে দেখা যাবে, এই ভূখণ্ডের কোনো এক স্থানে জন্ম হয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা চালায় ধ্বংসলীলা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। এভাবে এগিয়ে যায় গল্প।

নাটকটির নির্দেশনা সহযোগী সঞ্জীব কুমার দে। এর সংগীত পরিকল্পনায় সাইম রানা, সংগীত সঞ্চালনায় মেহেদী হাসান মেধা। মঞ্চ পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, দ্রব্য ও মুখোশ পরিকল্পনায় সঞ্জীব কুমার দে, মঞ্চ ও মুখোশ নির্মাণ তৈমুর হান্নান, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনায় শামছি আরা সায়েকাসহ অনেকে।

২০১৬ সালের ১১ জুলাই শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে ‘গহনযাত্রা’র প্রথম মঞ্চায়ন হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   মঞ্চ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-01-02 10:24:04