bangla news

টিজারেই উত্তেজনা নিয়ে এলো সৃজিত মুখার্জির ‘দ্বিতীয় পুরুষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-১৪ ৮:১৪:০৮ পিএম
‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার দৃশ্যে আবির, পরমব্রত ও রাইমা সেন। ছবি: সৃজিত মুখার্জির টুইটার থেকে

‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার দৃশ্যে আবির, পরমব্রত ও রাইমা সেন। ছবি: সৃজিত মুখার্জির টুইটার থেকে

‘বাইশে শ্রাবণ’র সিক্যুয়েল নিয়ে এলেন পরিচালক সৃজিত মুখার্জি। এখনও পর্যন্ত যতগুলি থ্রিলার তিনি বানিয়েছেন তার মধ্যে ‘বাইশে শ্রাবণ’র মতো সুপার ডুপার হিট কোনওটিই ছিল না। আট বছর পর আবারও বড় পর্দায় দেখা যাবে পাকড়াশী আর অমৃতারূপে পরমব্রত ও রাইমাকে।

ঠিক যেখানে ‘বাইশে শ্রাবণ’ শেষ হয়েছিল সেখান থেকেই শুরু ‘দ্বিতীয় পুরুষ’। একই রকম লুকে থাকবেন রাইমা সেন আর পরমব্রত চট্টোপাধ্যায়। শনিবার (১৪ ডিসেম্বর) ছবির টিজার এবং লুক প্রকাশ্যে আসার পর দেখা গেল একই রকম রয়েছেন আবির চট্টোপাধ্যায়ও।

তবে এবার টিমে নতুন সংযোজন অনির্বাণ ভট্টাচার্য, ঋতব্রত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ। অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গৌরব চক্রবর্তী। এই প্রথম বেশ অন্যরকম লুকে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য এবং ঋতব্রত মুখোপাধ্যায়কে। যা দেখলে দর্শক চমকে যাবেন।

এক ঝলক টিজারে শোনা গেল কবিগুরুর সেই বিখ্যাত লাইনটিও...‘ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়’। 

দ্বিতীয় পুরুষ জুড়েও যে টানটান উত্তেজনা থাকবে তা টিজার দেখেই অনুমেয়।

দেখুন ‘দ্বিতীয় পুরুষ’ টিজার:

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   টলিউড চলচ্চিত্র
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-14 20:14:08