bangla news

বিএফডিসিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করলেন তথ্য সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-১১ ৮:৩২:২২ পিএম
ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে তথ্য সচিব আবদুল মালেক। ছবি: বাংলানিউজ

ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে তথ্য সচিব আবদুল মালেক। ছবি: বাংলানিউজ

ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক চলচ্চিত্র শিল্পী সমিতির ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯’ উদ্বোধন করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য সচিব আবদুল মালেক বলেন, শারীরিক উদ্যমের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনেও ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। সুস্থ জাতি গঠনে তাই ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন তথ্য সচিব আবদুল মালেক

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক পৃষ্ঠপোষকতা ও উৎসাহে আমরা এবছর দক্ষিণ এশীয় ক্রীড়ানুষ্ঠান সাফ গেমসে ১৯টি স্বর্ণপদক পেয়ে অনন্য রেকর্ড গড়েছি। এ জয়যাত্রা অব্যাহত রাখতে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ানুরাগীদেরও এগিয়ে আসতে হবে। 

সচিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিকে অভিনন্দন জানান। এ সময় সদ্যপ্রয়াত ১০ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, অভিনয় শিল্পী রোজিনা, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল, আমিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র তারকা জয় চৌধুরী, কায়েস আরজু, মারুফ আকিব, জেসমিন আক্তার, জাকির হোসেন প্রমুখ। 

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমআইএইচ/আরআইএস/জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-11 20:32:22