bangla news

শত্রুঘ্ন সিনহার জন্মদিন ও সোনাক্ষীর ভালোবাসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৯ ২:৩৫:০৩ পিএম
বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে সোনাক্ষী। ছবি: সোনাক্ষী সিনহার ইন্সটাগ্রাম থেকে

বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে সোনাক্ষী। ছবি: সোনাক্ষী সিনহার ইন্সটাগ্রাম থেকে

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা ও প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার জন্মদিন ৯ ডিসেম্বর। বাবার ৭৪তম জন্মদিনে সোনাক্ষী তার ইন্সটাগ্রামে পিতা-কন্যার আদরণীয় একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বার্থডে বয়’। 

সবশেষ ২০১৮ সালের ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ সিনেমার ‘রাফতা রাফতা’ গানের দৃশ্যে মেয়ে সোনাক্ষীর সঙ্গে অংশ নেন শত্রুঘ্ন সিনহা।

১৯৪৫ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন শত্রুঘ্ন। ভারতীয় সিনেমাজগতে তিনি অন্যতম বর্ষীয়ান অভিনেতা হলেও এখন তিনি রাজনীতিবিদ হিসেবেই সমধিক পরিচিত। তিনি ভারতের লোকসভা ও রাজ্যসভার সদস্য হয়েছেন দু’বার। মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন কয়েকবার। তিনি হিন্দি, তেলুগু, বাংলাসহ বিভিন্ন ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। সেইসঙ্গে অর্জন করেছেন অগণিত অ্যাওয়ার্ড।

২০১৬ সালে শত্রুঘ্ন সিনহার আত্মজীবনী ‘অ্যানিথিং বাট খামোশ’ প্রকাশিত হয়।

এদিকে সালমান খানের সঙ্গে সোনাক্ষী সিনহার সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেতে যাচ্ছে ২০ ডিসেম্বর। এখন সোনাক্ষী তার আসন্ন সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-09 14:35:03