ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুলিটল’ আসছে জানুয়ারিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুলিটল’ আসছে জানুয়ারিতে

ড. ডুলিটল এমন একজন মানুষ যিনি পশুদের সঙ্গেও কথা বলতে পারেন। আর তাকে ঘিরেই কল্পকাহিনী ‘ডুলিটল’ নির্মিত হয়েছে ভিক্টোরিয়ান যুগের প্রেক্ষাপটে। এটি ১৯৯৮ সালের সিনেমা ‘ড. ডুলিটল’র রিমেক।

সিনেমাটির পরিচালক অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিফেন গ্যাঘান। ‘আইরনম্যান’খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ২০২০ সালের ১৭ জানুয়ারি।

 

‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’র পর রবার্ট ডাউনি জুনিয়রের প্রতীক্ষিত সিনেমা ‘ডুলিটল’। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে একই দিনে। ভারতে সিনেমাটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি দেওয়া হবে।

সিনেমাটিতে রবার্টের সঙ্গে অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন হ্যারি কলেট, রামি মালেক, অক্টাভিয়া স্পেন্সার, কুমাইল নাঞ্জিয়ানি, জন সিনা, এমা থম্পসন, ম্যারিয়ন কটিলার্ড, র‌্যাল্ফ ফিনেস, সেলেনা গোমেজ, টম হল্যান্ড ও ক্রেগ রবিনসন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।