bangla news

টনি ও এমিজয়ী অভিনেতা রন লিবম্যান আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৭ ৩:৫৯:১৫ পিএম
রন লিবম্যান

রন লিবম্যান

প্রায় ছয় দশকের অভিনয় ক্যারিয়ারের ইতি টেনে মারা গেলেন আমেরিকান অভিনেতা রন লিবম্যান। তিনি একাধারে সিনেমা, মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) অসুস্থতাজনিত কারণে ৮২ বছর বয়সে মারা যান লিবম্যান। পরিবারে শুধুমাত্র তার স্ত্রী জেসিকা ওয়াল্টার রয়েছেন। জেসিকাও একজন অভিনেত্রী।

দীর্ঘ কর্মজীবনে লিবম্যান বিচিত্র চরিত্রে নাটক ও কমিক উভয় ক্ষেত্রে অভিনয় করেন। সিবিএস সিরিজ ‘কাজ’-এ অভিনয়ের সুবাদে ১৯৭৯ সালে তিনি এমি অ্যাওয়ার্ড লাভ করেন।

‘অ্যাঞ্জেলস ইন আমেরিকা’য় বিখ্যাত টনি কুশনারের চরিত্রে অভিনয় করে তিনি টনি অ্যাওয়ার্ড লাভ করেন। 

তিনি সর্বাধিক জনপ্রিয় হন জেনিফার অ্যানিস্টনের টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ (১৯৯৪-২০০৪)-এ ড. লিওনার্দ গ্রিন চরিত্রে অভিনয় করে। 

তার অভিনীত সিনেমার মধ্যে ‘নরমা র‌্যে’, ‘স্লাউটারহাউজ ফাইফ’ অন্যতম। 

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   হলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-07 15:59:15