bangla news

কাউন্সিলরের ভূমিকায় রিজভী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৫ ৩:৫৩:৩৮ পিএম
‘টাফিক সিগন্যাল’ নাটকের দৃশ্যে ফারুক আহমেদ, সিদ্দিক ও রিজভী

‘টাফিক সিগন্যাল’ নাটকের দৃশ্যে ফারুক আহমেদ, সিদ্দিক ও রিজভী

রাজীব মনি দাসের রচনা ও ইকবাল মাহমুদ বাবলুর পরিচালনায় নির্মিত হয়েছে মেঘা ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগন্যাল’। শিগগিরই নাটকটি প্রচার আসছে। এতে কাউন্সিলরের চরিত্রে অভিনয় করেছেন রেজাউর রহমান রিজভী।

নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে রিজভী বলেন, ‘এলাকার মানুষদের সমস্যার সমাধান করাই একজন কাউন্সিলরের কাজ। নাটকে আমাকেও সেই কাজটিই করতে দেখা যাবে।’

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- আমিরুল হক চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, আ.খ.ম হাসান, কচি খন্দকার, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মাহামুদুল ইসলাম মিঠু, আশিক চৌধুরী, শাহেদ শরীফ খান, শিশির আহমেদ, প্রাণ রায়, সাইদ বাবু, সাজু আহমেদ, কাজী উজ্জল, তারিক স্বপন, মিলন ভট্ট, ম.আ. সালাম, সোহান খান, জামাল রাজা, তমাল, সঞ্জীব আহমেদ, শামীম, যাদু ফরিদ, মীর সাখাওয়াত, শেখ বিপ্লব, চিত্রলেখা গুহ, শিরিন আলম, মনিরা মিঠু, নাদিয়া, জান্নাতুন নূর মুন, রোমানা স্বর্ণা, ইশানা, হুমাইরা হিমু, জেনি, সাইক আহমেদ, প্রমুখ।

আগামী শনিবার (৭ ডিসেম্বর) থেকে আরটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিকটি প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছে ট্রাই-এঙ্গেল মিডিয়া। 

এতে প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কন্ঠ দিয়েছেন তাহসান। শীর্ষ সংগীতের কথা লিখেছেন নাট্যকার রাজীব মণি দাস। আর গানটির সুর করেছেন যাদু রিছিল। কন্ঠ দেয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছেন তাহসান।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-12-05 15:53:38