bangla news

আশ্রিতা শেঠি ও মনীষ পাণ্ডের মালাবদল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ৭:৩৭:৪১ পিএম
মালাবদল করলেন আশ্রিতা শেঠি ও মনীষ পাণ্ডে

মালাবদল করলেন আশ্রিতা শেঠি ও মনীষ পাণ্ডে

তামিল অভিনেত্রী আশ্রিতা শেঠির সঙ্গে গাঁটছাড়া বাধলেন ভারতীয় ক্রিকেটার মনীষ পাণ্ডে। সোমবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ে তাদের বিবাহ অনুষ্ঠান হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজারস হায়দ্রাবাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়।

বর মনীষ পাণ্ডে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজারস হায়দ্রাবাদ দলের হয়ে খেলেন। সম্প্রতি সুরাটে সৈয়দ মুসতাক আলি ট্রফির ফাইনালে তিনি কর্ণাটক দলের নেতৃত্ব দিয়ে তামিল নাড়ুর বিরুদ্ধে জয়লাভ করেন। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টিটোয়েন্টি স্কোয়াডের অংশ মনীষ পাণ্ডে।

মালাবদল করছেন মনীষ ও আশ্রিতা

নববধূ আশ্রিতা শেঠির রূপালি পর্দায় প্রথম সিনেমা ছিল ‘তেলিকেডা বল্লি’। ২০১৩ সালে তিনি কলিউডে পদার্পণ করেন সিদ্ধার্ধের সঙ্গে ‘উধায়াম এনএইচ৪’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তার অন্যান্য সিনেমার মধ্যে ‘ওরু কান্নিয়ুম মূনু কালবানিকালুম’ ও ‘ইন্দ্রজিত’ অন্যতম। 

স্বজন পরিবেষ্টিত নবদম্পতি

আশ্রিতাকে আগামীতে দেখা যাবে তামিল ভাষার ‘নান থান শিবা’ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমকেআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 19:37:41