ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

অপূর্ব-মেহজাবীনের ‘গেম ওভার’ আসছে ৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
অপূর্ব-মেহজাবীনের ‘গেম ওভার’ আসছে ৫ ডিসেম্বর অপূর্ব-মেহজাবীন

চলতি বছরের মাঝামাঝি সময়ে সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘গেম ওভার’ টেলিফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। বছর শেষে এটি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

টেলিফিল্মটির গল্প লিখেছেন স্বরূপ চন্দ্র দে। শহরের মধ্যবিত্ত এক পরিবারে বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে গেম ওভারের মূল কাহিনী।

এতে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব।  

গল্পে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়ারি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ।  

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘শ্বাসরুদ্ধকর গল্পে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এতে রয়েছে ভিন্নতার স্বাদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ট্রেলার প্রকাশ পাবে, আর পুরো টেলিফিল্ম ৫ ডিসেম্বর লাইভ টেক ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। ’

লাইভ টেকনোলজির ব্যানারে টেলিফিল্মে অপূর্ব ও মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জেআইএম/ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।