bangla news

তুমি কি একদিন আসতে পারো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২৮ ১২:২৭:৪৩ পিএম
'তুমি কি একদিন আসতে পারো?'র দৃশ্যে নাদিয়া ও সাজ্জাদ

'তুমি কি একদিন আসতে পারো?'র দৃশ্যে নাদিয়া ও সাজ্জাদ

রিনির বিয়ে ঠিক হয়েছে, তাই বাড়িতে উৎসবের আমেজ। বাবার সঙ্গে বিয়ের দাওয়াতপত্র ঠিক করছিলেন রিনি। কিন্তু হঠাৎ একটি ফোন কল এসে তাদের সমস্ত আয়োজনকে ম্লান করে দেয়!

রিনির সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার সঙ্গে রিনির প্রেম ছিল, তবে পরিবারের সম্মতিতেই এ বিয়ে হচ্ছিল। 

অকস্মাৎ এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন রিনি। এমন সময় রাগিব নামের এক যুবক আসে তাদের বাড়িতে। তাকে দেখে শুরুতে রিনি খুব বিরক্ত হয়। কিন্তু রাগিব ধীরে ধীরে রিনিকে সহজ করে নিতে থাকেন। এখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। 

এরপর কী ঘটবে তা জানা যাবে নাটক ‘তুমি কি একদিন আসতে পারো?’তে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, ইভান সাইর, শুতি খান, আল্পনা ফারিয়া প্রমুখ।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় ‘তুমি কি একদিন আসতে পারো?’ নাটকটি আরটিভিতে প্রচার হবে। 

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-28 12:27:43