bangla news

প্রকাশ্যে এলো নুহাশের বানানো নতুন গান-ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৫ ৫:০৮:১৮ পিএম
নুহাশ হুমায়ূন

নুহাশ হুমায়ূন

প্রকাশ পেলো নুহাশ হুমায়ূনের বানানো গান-ভিডিও ‘গোলাপী’। গানটির গায়ক কানাডায় বসবাসরত বাংলাদেশি পপশিল্পী ঈসা ফারুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘ফারুক ভাই প্রজেক্ট’ নামে পরিচিত।

নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্মের স্মৃতিগুলোকে একটি মজাদার ঢঙে তুলে ধরা হয়েছে ‘গোলাপী’ গানে। এতে থাকছে উইন্ডোজ ৯৮, পুরনো ভিডিও গেম, ফ্লিপ মোবাইল ফোনসহ এমন আরও বেশ কিছু। গানটি প্রযোজনা করেছেন নবী মাহমুদ এবং সহযোগিতায় ছিলেন ফাইরুজ নাজিফা।

ঈসা ফারুকের প্রথম অ্যালবাম ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ শ্রোতামহলে বেশ গ্রহণযোগ্যতা পায়। এই অ্যালবামের ‘সকালেও’ শিরোনামের গানটির জন্য শ্রোতাদের নজরে আসেন এই গায়ক। এটি বাংলাদেশের প্রথম অ্যানথলজি সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’তেও স্থান পেয়েছে।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সংগীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-15 17:08:18