bangla news
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

সেরা অভিনেতা তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৭ ৬:৪০:৫৪ পিএম
ফেরদৌস-শাকিব-শুভ-সাদিক

ফেরদৌস-শাকিব-শুভ-সাদিক

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে গেজেট আকারে নাম প্রকাশ করা হয়েছে পুরস্কারপ্রাপ্তদের।

এর মধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চারজন তারকা। তারা হলেন- ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ ও সাইমন সাদিক।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’- এ অনবদ্য অভিনয়ের জন্য সেরা নায়কের স্বীকৃতি পেয়েছেন আরিফিন শুভ। এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন এই অভিনেতা। 

শুভ’র সঙ্গে যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অভিনয় করে চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন শাকিব।

অন্যদিকে ২০১৮ সালের ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফেরদৌস। এবার নিয়ে পাঁচবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন দুই বাংলার নন্দিত এই অভিনেতা। 

ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক’র ‘জান্নাত’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন এই অভিনেতা।

এদিকে ২০১৭ সালের ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘পুত্র’।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-11-07 18:40:54