![]() 'গিনিপিক'র দৃশ্যে আ খ ম হাসান ও নাজিয়া হক অর্ষা |
সবুজ ও বাদশা দুই বন্ধু। একটি দলের সঙ্গে যুক্ত হয়ে তারা ঘুরতে যান নেপালে। দলটিকে একজন গাইড বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবেন বলে চুক্তি হয়।
সবুজ-বাদশা পাহাড়ে হাঁটছিলেন, হঠাৎ তাদের পায়ে আটকে যায় একটি কষ্টি পাথরের মূর্তি। যা অতি মূল্যবান। এ মূর্তি এখন কী করবেন, এ নিয়ে চিন্তিত তারা। অগত্যা পরামর্শের জন্য তারা গাইড রাহুলের কাছে যান। তিনি মূর্তিটি দেখে চিনে ফেলেন। পরামর্শ দেন এটি নেপালেই যাতে বিক্রি করা হয়। আর এই কাজে তাকে বিক্রিত টাকার ২৫ শতাংশ দিতে হবে।
এ কান ও কান করতে করতে দলের অন্য নারী সদস্য অবন্তীও বিষয়টি জেনে ফেলেন। সেও মূর্তিটি হজম করতে চায়। এ নিয়েই এগিয়ে যাবে টেলিফিল্ম ‘গিনিপিগ’র গল্প।
অঞ্জন আইচের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। টেলিফিল্মটির গুরুত্বপূর্ণ দুইটি চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও নাজিয়া হক অর্ষা। আরও রয়েছেন তারিক স্বপন, সুজাত শিমুল, সূচনা আজাদ ও অঞ্জন আইচ।
শনিবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মাছরাঙ্গা টেলিভিশনে টেলিফিল্ম ‘গিনিপিগ’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
জেআইএম