bangla news

তাহসান-মেহজাবিনের মেঘ মিলনের অপেক্ষায়…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৫ ১০:০৬:৫৪ পিএম
নাটকের দৃশ্যে তাহসান-মেহজাবিন

নাটকের দৃশ্যে তাহসান-মেহজাবিন

তাহসান ও মেহজাবিনকে নিয়ে নির্মাতা সাগর জাহান নির্মাণ করেছেন ‘মেঘ মিলন’ নামের নতুন নাটক। এটি রচনা করেছেন তরুণ নাট্যকার দয়াল সাহা।

দুই পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক। একই এলাকায় বেড়ে ওঠা, তারপর প্রেম। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। আর এ কারণে দুজন আলাদা হয়ে যান। এমন গল্পের নাটক ‘মেঘ মিলন’- এ দেখা যাবে তাহসান খান ও মেহজাবীন চৌধুরী।

এই নাটক প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘পরিবারের বাবা-মা যে কতটা গুরুত্বপূর্ণ তা নাটকটিতে তুলে ধরা হয়েছে। প্রথমে প্রেম তারপর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা। সাত বছর পর যখন দেখা হয়, তখন নতুন কিছু উপলব্ধি হবে তাদের। এককথায় নাটকের গল্পটি চমৎকার।’

অচিরেই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-05 22:06:54