ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

এ সপ্তাহের টপচার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এ সপ্তাহের টপচার্ট

প্রতি সপ্তাহেই হলিউড ও বলিউডে নতুন নতুন সিনেমা বড় পর্দায় আসছে। বাংলাদেশের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা শুধু সিনেমা নয়, বিশ্বজুড়ে সাড়া সাজানো গানগুলোও উপভোগ করে থাকেন। তাই বিশ্বসেরা সিনেমা ও গানের টপ চার্ট নিয়ে বাংলানিউজে থাকছে সাপ্তাহিক বিশেষ আয়োজন।

হলিউড টপ চার্ট:

১. ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব এভিল
২. জোকার
৩. জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ
৪. দ্য অ্যাডামস্ ফ্যামিলি
৫. জেমিনি ম্যান
৬. অ্যাবোমিনেবল
৭. ডাউনটন অ্যাবে
৮. হাসলারস্
৯. জুডি
১০. ইট চ্যাপ্টার টু

 

বিলবোর্ডে সেরা একশ’ গানের শীর্ষ দশ:

১. ট্রুথ হার্টস
২. সেনোরিটা 
৩. সামওয়ান ইউ লাভড 
৪. সার্কলস
৫. নো গাইড্যান্স
৬. হাইয়েস্ট ইন দ্য রুম
৭. র‌্যানসম
৮. ব্যাড গায়
৯. পানিনি
১০. ব্যানডিট

 

বলিউড টপ চার্ট: সেরা পাঁচ সিনেমা

১. ওয়ার
২. লাল কপ্তান
৩. দ্য স্কাই ইজ পিঙ্ক
৪. সাই রা নরসিংহ রেড্ডি
৫. ড্রিম গার্ল
 

এ সপ্তাহের সেরা দশ গান:

১. ঘুঙরু সং
২. পাল পাল দিল কে পাস
৩. জয় জয় শিব শংকর
৪. পাচতাওগে
৫. ওঢ়নি
৬. সাইকো সাইয়ান
৭. দিল কা টেলিফোন
৮. এক চুম্মা
৯. ও সাকি সাকি
১০. তুম হি আনা

আরও পড়ুন: গত সপ্তাহের টপচার্ট

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯ 
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।