bangla news

স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার: শেষ হচ্ছে ত্রয়ী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২২ ১:৪৪:২৮ পিএম
‘স্টার ওয়ারস’ পোস্টার

‘স্টার ওয়ারস’ পোস্টার

জনপ্রিয় স্টার ওয়ারস ত্রিলজির শেষ পর্ব আসছে ডিসেম্বরে। ‘স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমার মধ্য দিয়েই শেষ হবে ৪২ বছর পুরনো ত্রয়ী কল্পকাহিনী।

জেজে আব্রামস পরিচালিত ‘স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর।

২০১৫ সালে চলতি ত্রয়ী গল্পের সিনেমার প্রথম পর্ব ‘দ্য ফোর্স অ্যওয়াকেনস’ বড় পর্দায় আসে। এরপর ২০১৭ সালে দ্বিতীয় পর্ব ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ মুক্তি পায়। এর কাহিনীর সূত্র ধরেই তৃতীয় ও শেষ পর্ব ‘স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার’ আসছে এ বছরের ২০ ডিসেম্বর। ট্রেলারে দেখা যায়, রেই ও কাইলো রেন এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। 

১৯৭৭ সালে ‘অ্যা নিউ হোপ’ নিয়ে স্টার ওয়ারস ফ্র্যাঞ্জাইজির যাত্রা শুরু হয়। এরপর দুটি ত্রয়ী গল্প শেষ হয়েছে। এবার স্টার ওয়ার্সের তৃতীয় ত্রয়ী গল্পের তৃতীয় পর্বের মধ্য দিয়েই আপাতত শেষ হচ্ছে স্কাইওয়াকারের যাত্রা। দ্য স্টার ওয়ারস ইউনিভার্স চলতে থাকবে। তবে প্রধান চরিত্র হিসেবে লিউক স্কাইওয়াকারের যাত্রা ফ্র্যাঞ্চাইজিটির আসন্ন ৯ম পর্বেই শেষ হচ্ছে। 

‘স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমাটিতে অভিনয় করছেন ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, জন বোয়েগা, অস্কার আইজ্যাক, মার্ক হ্যামিল, ক্যারি ফিশারসহ অনেকে। 

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমকেআর

ক্লিক করুন, আরো পড়ুন :   হলিউড
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-22 13:44:28