bangla news

বিদ্যার সঙ্গে রিতেশের প্রেম ঘটাতে চেষ্টা করেন অক্ষয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২১ ১০:০১:৪২ এএম
বিদ্যার সঙ্গে রিতেশের প্রেম ঘটাতে চেষ্টা করেন অক্ষয়!

বিদ্যার সঙ্গে রিতেশের প্রেম ঘটাতে চেষ্টা করেন অক্ষয়!

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অত্যন্ত কৌতুকপ্রিয়। আর তার ‘হাউজফুল ৪’র সহঅভিনেতা রিতেশ দেশমুখ একথা খুব ভালোভাবেই জানেন। এই দু’জনই বহু তারকাখচিত সিনেমাটির প্রচারণার জন্য প্রচণ্ড ব্যস্ত। এরইমধ্যে রিতেশ স্মৃতিচারণা করে একটি মজার ঘটনা বললেন। 

২০০৭ সালে ‘হেই বেবি’ সিনেমার শুটিংয়ের সময় রিতেশের সঙ্গে এই মজাটা করেছিলেন অক্ষয়।

রিতেশ বলেন, আমরা যখন ‘হেই বেবি’ সিনেমার শুটিং করছিলাম। অক্ষয় গোপনে আমার ফোনটি নিয়ে সহঅভিনেত্রী বিদ্যা বালানকে টেক্সট মেসেজ পাঠান। তিনি লেখেন, ‘আই লাভ ইউ মুয়াহ্ মুয়াহ্ মুয়াহ্ (চুমু)’। মজার বিষয় হলো বিদ্যা উত্তরে লিখেছিল, ‘মুয়াহ্ মুয়াহ্ মুয়াহ্’ (চুমু)।’

‘যখন মেসেজটি আমার চোখে পড়ে, আমি তো হতভম্ব। অবাক হয়ে ভাবছিলাম, বিদ্যা কেন আমাকে এই মেসেজ পাঠালেন। আমি তো আর জানতাম না, আমার ফোন থেকেই আগে একটি মেসেজ গেছে। পরে আমি বুঝতে পারলাম, আমাদের দু’জনের ফোনই অক্ষয়ের কাছে ছিল। তিনি সব সময়ই আমাদের সঙ্গে মজা করতে পছন্দ করেন’, যোগ করেন তিনি। 

পরবর্তীতে অক্ষয় আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘কৌতুক করতে বেশ মজা লাগে।’

‘হাউজফুল ৪’ প্রচারণায় কপিল শর্মা শো’তে উপস্থিত হয়ে রিতেশ দেশমুখ প্রায় এক যুগ আগে ঘটা সেই মজার ঘটনাটি শেয়ার করেন।

‘হাউজফুল ৪’ সিনেমাটি চলতি বছরের ২৫ অক্টোবর মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমকেআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-21 10:01:42