ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

রাধারমণের গান নবনীতার কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
রাধারমণের গান নবনীতার কণ্ঠে নবনীতা চৌধুরী

হাসনরাজার গান ‘সোনালি বন্ধু’ এবং ‘রূপ দেখিলাম’ প্রশংসিত হওয়ার পর এবার রাধারমণের ‘বল গো’ শিরোনামের গান ভিডিও নিয়ে এলেন উপস্থাপক-কণ্ঠশিল্পী নবনীতা চৌধুরী। এটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ’র ইউটিউব চ্যানেলে। 

গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নবনীতা-গৌরব জুটির এই গানের ভিডিও বানিয়েছেন নির্মাতা মঞ্জু আহমেদ।

সিলেটের সাধক কবি রাধারমণ দত্ত তার কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত।  

ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হতো। ‘বলো গো’ গানটির গায়ন ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।

এদিকে রাজনৈতিক টক শো উপস্থাপনা থেকে বিরতি নেওয়ার পর নবনীতা আবার পর্দায় ফিরলেন এই মিউজিক ভিডিও নিয়ে। টেলিভিশন ও মঞ্চে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব।  

নবনীতার উপস্থাপনায় দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ২টায় প্রচারিত হচ্ছে বিবিসি’র ফরম্যাটে নির্মিত ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।