bangla news

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুটিং হতে পারে কবিরপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৮ ১১:১২:৩৩ পিএম
বঙ্গবন্ধু ফিল্মসিটি পরিদর্শন করছেন তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ফিল্মসিটি পরিদর্শন করছেন তথ্যমন্ত্রী

ঢাকা: গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্মসিটি পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই ফিল্মসিটিতে বঙ্গবন্ধুর ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের শুটিং হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতাদের সঙ্গে তার কবর জিয়ারতের পর কবিরপুর যান তথ্যমন্ত্রী। 

সরেজমিনে ফিল্মসিটির নির্মাণ তদারকি শেষে হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্মসিটিতে রূপান্তর করতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্মসিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্মসিটি পরিদর্শন করে গেছেন। তার ইচ্ছে আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে করার।

এসময় তথ্যসচিব আবদুল মালেক মন্ত্রীর সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআইএইচ/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-18 23:12:33