ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

গঙ্গা-যমুনা উৎসবে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
গঙ্গা-যমুনা উৎসবে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’ ‘র‌্যাডক্লিফ লাইন’ নাটকের একটি দৃশ্য

ঢাকাই চলছে দশ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক’ উৎসব। এ উৎসবে নাট্যদল বাতিঘর হাজির হচ্ছেন তাদের অষ্টম প্রযোজনা ‘র‌্যাডক্লিফ লাইন’ নিয়ে। এর রচনা ও নির্দেশনায় মুক্তনীল।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এই নাটক।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক মুক্তনীল জানান, আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন অনৈতিক এবং মিথ্যা সিস্টেমের ভিত্তিতে জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলছে তো চলছেই।

এর জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা। আর এ সমস্যার বার্তা নিয়েই নাটক ‘র‌্যাডক্লিফ লাইন’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলো নিয়ন্ত্রণে তানজিল আহমেল। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।