bangla news

রুদ্রের সাফল্যের পেছনে রয়েছেন পারমিতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৩ ৪:০৬:৩৫ পিএম
 ‘পরাণের গহীন ভিতর’ নাটকের দৃশ্যে আজাদ আবুল কালাম ও তারিন জাহান

‘পরাণের গহীন ভিতর’ নাটকের দৃশ্যে আজাদ আবুল কালাম ও তারিন জাহান

রুদ্র একজন খ্যাতিমান সংগীতপরিচালক। ভালো কিছু গান তৈরির স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরষ্কার পাচ্ছেন তিনি। তাই তাকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে রুদ্র অনেকের প্রতি কৃতজ্ঞতা জানায়। কিন্তু হঠাৎ এক সাংবাদিকের প্রশ্নে আঁতকে ওঠেন তিনি। তার সমস্ত অর্জনের পেছনে নাকি রয়েছেন এক ‘অজানা’ নারী। এমন কথায় ক্ষুব্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে যান রুদ্র। 

বাড়িতে তিনি তার একান্ত সচিবকে প্রশ্ন করেন, কে ওই নারী? আস্তে আস্তে উন্মোচিত হয় ঘটনা। সামনে আসতে থাকে ওই নারী পারমিতা। নিজেকে তুলে ধরেন রুদ্রের সামনে। 

কিন্তু কেন পারমিতা রুদ্রকে সাহায্য করেছেন? তা জানা যাবে একক নাটক ‘পরাণের গহীন ভিতর’-এ। গোলাম সোহরাব দোদুলের গল্পে, চিত্রনাট্যে ও পরিচালনায় এটি নির্মিত হয়েছে। 

নাটকটিতে অভিনয় করেছেন- নন্দিত অভিনেতা আজাদ আবুল কালাম ও অভিনেত্রী তারিন জাহান। নাটকে রুদ্র চরিত্রে কালাম ও পারমিতা চরিত্রে রূপদান করেছেন তারিন।  

বিশেষ একক নাটক ‘পরাণের গহীন ভিতর’ শুক্রবার (০৪ অক্টোবর) রাত ৯টায় প্রচার হবে এসএটিভিতে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-03 16:06:35