ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফারহান-নাদিয়ার ‘সততার কান্না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ফারহান-নাদিয়ার ‘সততার কান্না’ নাদিয়া মিম-ফারহান

সমাজ, প্রেম এবং পারিবাবির গল্পে নির্মাতা মাহমুদ মাহিন রচনা করেছেন নাটক ‘সততার কান্না’। অভিনয়ের পাশাপাশি নাটকটির গল্প ভাবনায় মুশফিক আর ফারহান।

নাটকটিতে একজন সৎ ব্যক্তির সততা আর কলুষিত সমাজ ব্যবস্থার চিত্রচাল তুলে ধরা হয়েছে। এতে মুশফিক আর ফারহানের বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া মিম।

সংলাপ, অভিনয়, নির্মাণ সব মিলিয়ে নাটকটি বেশ ভালো হয়েছে বলে এর সঙ্গে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ নাটক প্রসঙ্গে ফারহান বলেন, ‘সম্প্রতি আমি অনেকগুলো নাটকে কাজ করেছি। এর অধিকাংশ নাটকই দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ‘সততার কান্না’ নাটকটিও আমার অন্যতম পছন্দের একটি কাজ। আশা করছি দর্শকের ভালো লাগবে। ’ 

নাটকটিতে ব্যবহৃত হয়েছে রেহান রসুলের কণ্ঠে এর টাইটেল গান। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন ইয়াসিন হোসেন নিরু।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছেন নাটক ‘সততার কান্না’।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।