bangla news

ঋত্বিকের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৩ ১১:৫৪:২৭ এএম
শ্রদ্ধা কাপুর ও ঋত্বিক রোশন

শ্রদ্ধা কাপুর ও ঋত্বিক রোশন

রণবীর কাপুর ও অজয় দেবগণের সঙ্গে লাভ রঞ্জন পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করার কথা বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের। গুঞ্জন ছিল সিনেমাটিতে দীপিকা পাডুকোনের জায়গায় ‘স্ত্রী’খ্যাত এই অভিনেত্রীকে নেওয়া হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শ্রদ্ধা।

ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানায়, রণবীর কাপুর নয়, শ্রদ্ধা জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক রোশনের সঙ্গে। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। চলতি মাসেই এই নির্মাতার ‘ছিছড়ে’ সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছে শ্রদ্ধা, এটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। 

জানা যায়, নিতেশ তিওয়ারির ঐতিহাসিক গল্পের সিনেমাটি করতেই লাভ রঞ্জনের সিনেমাটি ছেড়েছেন শ্রদ্ধা। এই সিনেমাটির বাজেট ৬০০ কোটি রুপি।  

কিছুদিন আগে ‘স্ট্রিট ড্যান্সার’র শুটিং শেষ করেছেন শ্রদ্ধা কাপুর। রেমো ডি’সুজা পরিচালনায় এতে বরুণ ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করেছেন। আরও রয়েছে প্রভু দেবা, নোরা ফাতেহি ও শক্তি মোহনসহ অনেকে। ২০২০ সালের ২৪ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-23 11:54:27