bangla news

সঞ্জয়ের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনে পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২২ ৯:৪৫:৫০ পিএম
বিজ্ঞাপনটির শুটিংয়ে পিয়া বিপাশা,ফখরুল বাশার ও মৌ শিখা

বিজ্ঞাপনটির শুটিংয়ে পিয়া বিপাশা,ফখরুল বাশার ও মৌ শিখা

অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপনে কাজ করেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি সঞ্জয় সমদ্দারের নির্দেশনায় তরল চায়ের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।

দিপজয় ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই এক মিনিটের বিজ্ঞাপনটিতে পিয়া বিপাশা ছাড়াও সমু চৌধুরী,ফখরুল বাশার ও মৌ শিখাকে দেখা যাবে। 

এ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বাংলানিউজকে বলেন, বিজ্ঞাপনটিতে পারিবারিক গল্প ফুটে ওঠবে। পিয়ার সঙ্গে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। কম দৈর্ঘ্যের হলেও পিয়াকে এতে বেশ ভালো লেগেছে।

তিনি আরও জানান, অক্টোবর থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-22 21:45:50