bangla news

তামিল ‘কোমালি’ সিনেমার রিমেকে অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২২ ৬:৩৫:৫৪ পিএম
'কোমালি'র পোস্টারে জয়ম রবি এবং অর্জুন কাপুর

'কোমালি'র পোস্টারে জয়ম রবি এবং অর্জুন কাপুর

চলতি বছর মুক্তি পায় তামিল ভাষার সিনেমা ‘কোমালি’। কমেডি গল্পের সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এবার এটি হিন্দি ভাষায় রিমেক হতে যাচ্ছে। এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

অর্জুনের বাবা ও প্রযোজক বনি কাপুর ভারতের দক্ষিণী সিনেমাটির রিমেক স্বত্ব নিয়েছেন।

মূল সিনেমাটির চিত্রনাট্যকার ও পরিচালক প্রদীপ রানাগানাথান। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়ম রবি, কাজল আগারওয়াল ও সংযুক্তা হেগড়ে। 

বনি কাপুর বলেন, ‘‘আমরা বিশ্বের সকল ভাষার জন্য ‘কোমালি’র রিমেকের স্বত্ব নিতে পেরে আনন্দিত। এর হিন্দি রিমেকে অর্জুন কাপুর অভিনয় করবে।’’

দীর্ঘ সময়ের পর কোমা থেকে ওঠে আসা এক ব্যক্তি বর্তমান সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে যে অসুবিধার মুখোমুখি হন, তা নিয়েই নির্মিত  ‘কোমালি’।

বনি কাপুর বর্তমানে অমিত শর্মার পরিচালনায় অজয় দেবগণকে নিয়ে ‘ময়দান’ সিনেমাটি নির্মাণ করেছেন। এছাড়া খুব শিগগিরই ‘বাধাই হো’ সিনেমার রিমেকও নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন :   সিনেমা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-22 18:35:54