bangla news

ভিডিওতে সোহেল মেহেদীর নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২১ ৮:২৩:২২ পিএম
সোহেল মেহেদী

সোহেল মেহেদী

গান প্রকাশের ধারাবাহিকতা ধরে রেখে এবার ‘পাখি হয়ে যাই’ শিরোনামে গান-ভিডিও প্রকাশ করলেন কণ্ঠশিল্পী সোহেল মেহেদী।

চলো না আজ পাখী হয়ে যায়/পাখী হয়ে নীলিমায় ঘুরে বেড়ায়- এমন কথার গানটি লিখেছেন ঔপন্যাসিক-গীতিকবি জামাল হোসেন। অভি আকাশের সুরে এর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

গানের কথা সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে নান্দনিক ভিডিও। এতে অভিনয় করেছেন সাব্বির অর্ণব ও তাসনুভা তিশা। ভিডিও পরিচালনায় ছিলেন সৈকত রেজা। ডিওপিতে সানী খান।

এ গান প্রসঙ্গে সোহেল মেহেদী বাংলানিউজকে বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। কথার পাশাপাশি দারুণ সুর-সঙ্গীতায়োজন হয়েছেন। ভিডিওটিও হয়েছে চমৎকার। এককথায় গানটিতে গতানুগতিকতা নেই, আছে কাব্যিকতা। আমার বিশ্বাস গানটি শুনলে যে কারোরই ভালো লাগবে বলে।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘পাখি হয়ে যাই’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ওএফবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   সংগীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-21 20:23:22