ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আইজিসিসির আয়োজনে গাইলেন অদিতি মহসিন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আইজিসিসির আয়োজনে গাইলেন অদিতি মহসিন

ঢাকা: যেকোনো গানই মানুষকে প্রশান্তি দেয়। তবে রবীন্দ্রনাথের গান একটু বেশি কিছু। সে গান কেবল সংগীত নয়, দর্শনও। সে জায়গাটি যদি মানুষ ছুঁতে পারে, তাহলে প্রশান্তির মাত্রা বেড়ে যায়, আরোগ্য লাভের অনুভূতি হয়।

রবীন্দ্রনাথের গান নিয়ে এমন কথা বললেন, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। এবার তিনিই রবীন্দ্রনাথের গান দিয়ে মন ভরালেন অজস্র দর্শক-শ্রোতাদের।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আইসিসিআর স্কলারস ইভিনিং’। এ অনুষ্ঠানেই রবীন্দ্রনাথের জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পী।

এসময় তিনি রবীন্দ্রনাথের ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’, ‘আকাশকি সুর বাজে আমার প্রাণে’, ‘ওগো আমারও চির অচেনা পরদেশি’, ‘বিরহ মধুর হলো আজি’, ‘আমার মন মানেনা’, ‘তবু মনে রেখ’সহ বিভিন্ন গান পরিবেশন করেন।

রবীন্দ্রসংগীত বাদেও এসময় তিনি দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেনের বিভিন্ন গান পরিবেশন করেন।

আয়োজন শেষে অদিতি মহসিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসময় ভারতীয় হাইকমিশনের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।