bangla news

মিউজিক্যাল ফিল্মে নাসিরের ‘কেনো ভুলে যেতে চাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২০ ৯:২৪:২২ পিএম
নাসির

নাসির

অ্যালবাম যুগের জনপ্রিয় শিল্পী নাসির। ইউটিউবনির্ভর গান বাজারে দেশ-বিদেশে স্টেশ শো করলেও গান প্রকাশে তাকে খুব একটা পাওয়া যায়নি। তবে সম্প্রতি গানে সরব হয়েছেন। খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল। এখান থেকে প্রকাশ করছেন তার কণ্ঠের গান-ভিডিও।

সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে এলেন নাসির। মিউজিক্যাল ফিল্ম-এ দর্শক-শ্রোতাদের উপহার দিলেন ‘কেনো ভুলে যেতে চাও’ শিরোনামের গান। দেলোয়ার আরজুদা শরফ’র কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন মান্নান মোহাম্মদ।

গায়ক নাসির এই গানের নায়কও। হ্যাঁ, এতে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন আসমা ঝিলিক। গানটির গল্পনির্ভর মিউজিক ফিল্ম নির্মাণ করেছেন ভিডিও নির্মাতা বিকে শাহীন। এই গান নিয়ে নাসির এবং নির্মাতা দু’জনই বেশ আশাবাদী। দর্শক-শ্রোতাদের গানটি শোনার-দেখার আহবান জানিয়েছেন তারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নাসিরের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘কেনো ভুলে যেতে চাও’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সংগীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-20 21:24:22