bangla news

রূপমের কণ্ঠে বিবেক যুদ্ধের বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-১৮ ১২:১২:১৬ পিএম
রূপম ইসলাম

রূপম ইসলাম

গীতিকবি, সুরস্রষ্টা এবং কলকাতার ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলাম। তার গানে জীবনের কঠিন বাস্তবতা, সমাজের মেনে নিতে না পারা অসুখ-অসঙ্গতি বরাবরই উঠে এসেছে। এবার সেই লক্ষ্যের অনন্য প্রয়াস ‘স্তর’।

হ্যাঁ, সম্প্রতি প্রকাশ পেয়েছে রূপমের নতুন একক গান-ভিডিও ‘স্তর’। লেখার পাশাপাশি গানটির ভিডিও তৈরি করেছেন নির্মাতা শমীক রায় চৌধুরী। রূপম তার এই গানে ‘স্তর’ দিয়ে বিবেকের যুদ্ধকে বুঝিয়েছেন। নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়তে লড়তে একা হয়ে যাওয়া, আর বিবেকের দংশনে সেখান থেকেই মূলস্রোতে ফিরে আসার বার্তাই দিয়েছেন এই গানে। বলতে চেয়েছেন, বিবেক কিংবা নারী-পুরুষ নির্বিশেষে অন্তরাত্মার কোনো লিঙ্গ হয় না।

রূপমের এই গানের মডেল হয়েছে মুম্বাইয়ের মডেল-অভিনেত্রী ইপ্সিতা ভট্রাচার্য। তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিত বিট্রু দে।

এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে রূপম ইসলামের এই গান-ভিডিও। ‘স্তর’ দিয়ে দর্শক-শ্রোতার কাছে নিজেকে অন্যভাবেই মেলে ধরলেন শক্তিমান এই গায়ক।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ওএফবি

ক্লিক করুন, আরো পড়ুন :   সংগীত
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-18 12:12:16